ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তীব্র স্রোত-আলোকস্বল্পতায় তুরাগে উদ্ধার অভিযান স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫২ পিএম, ০৯ অক্টোবর ২০২১

রাজধানীর অদূরে আমিনবাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় এখনও ২ জন নিখোঁজ রয়েছেন। এর আগে উদ্ধার করা হয়েছে ৫টি মরদেহ। নদীতে তীব্র স্রোত ও আলোকস্বল্পতার কারণে উদ্ধার অভিযান আজকের মতো স্থগিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গাবতলী কয়লার ঘাটে বিআইডব্লিউটিএ’র গাবতলী ল্যান্ডিং স্টেশনে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা।

তিনি বলেন, নদীর স্রোতের কারণে মরদেহগুলো ভেসে দূরে যেতে পারে। তাই আমরা জনগণের সহায়তা চাচ্ছি। কোনো মৃতদেহ ভাসতে দেখলে আমাদের জানানোর অনুরোধ করেছি। আমরা আগামীকাল রোববার (১০ অক্টোবর) সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করবো। উদ্ধার অভিযানে ব্যবহৃত বোটগুলো ঘটনাস্থলে থাকবে।

Turag-2.jpg

তিনি আরও বলেন, আজ সকাল ৮টা ৫০ মিনিটের দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করি। ট্রলারটিতে কোন বাল্কহেড ধাক্কা দিয়েছে তা আমরা এখনও শনাক্ত করতে পারিনি। নৌ-পুলিশ এ ব্যাপারে কাজ করছে। অভিযানে ফায়ার সার্ভিসের সঙ্গে নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ সহায়তা করেছে।

ট্রলারে কতজন যাত্রী ছিলেন এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিনমনি শর্মা বলেন, ট্রলারে কতজন যাত্রী ছিলেন তা জানতে পারিনি। তবে সাতজন নিখোঁজের সংবাদ পাই আমরা। এখন পর্যন্ত ৪ শিশু ও এক নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার চার শিশুরই বয়স ৬ বছরের নিচে।

টিটি/এমএইচআর/এমএস