পুরুষকে ঘরের কাজে দেখতে চান প্রধানমন্ত্রী
নারীর পাশাপাশি পুরুষকেও ঘরের কাজে দেখতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সদস্যদের উপস্থিতিতে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পুরুষরা যখন দেশের বাইরে থাকেন, তখন স্ত্রীর কাজে সহায়তা করেন। কিন্তু দেশে আসলে আর করেন না। কিন্তু তাদের বাংলাদেশেও স্ত্রীকে কাজে সহায়তা করা দরকার।
গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালার প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন। মন্ত্রিসভার দুজন সদস্য জাগো নিউজকে এ কথা জানিয়েছেন।
তারা বলেন, প্রধানমন্ত্রী জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফকে দেখিয়ে বলেন, উনি যখন দেশের বাইরে ছিলেন, তখন বাসার কাজে পরিবারকে সহায়তা করতেন। এখন করেন না। এটা কেন হবে?
প্রধানমন্ত্রী সহকর্মীদের বলেন, আপনাদের সবার উচিত স্ত্রীকে বাসার কাজে সহায়তা করা। বাসার কাজ কেন শুধু নারীরা করবেন?
নীতিমালা ধরে নৌপরিবহনমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, দীর্ঘদিন এটি ঝুলে ছিলো। শেষ পর্যন্ত পাস করায় ভালো হয়েছে। এসময় প্রধানমন্ত্রী বলেন, বাসায় অনুমতি নিয়ে এসব কথা বলছেন তো। তা না হলে আবার বাসায় যেতে পারবেন না।
এসময় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, আইনটি মন্ত্রিসভায় উপস্থাপনের আগে আমি বাসায় অনুমতি নিয়ে এসেছি। আমার স্ত্রী আমাকে বলেছেন, আইন কর। তারপর বাসার কাজে তোমাকেও অংশ নিতে হবে।
এসএ/একে/আরআইপি