ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু, ফেলে দেওয়ার অভিযোগ ভাইয়ের

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০২ অক্টোবর ২০২১

রাজধানীর মগবাজার মধুবাগ উজ্জীবন গলি এলাকায় তিন তলা একটি বাসার ছাদ থেকে পড়ে নাবিল ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে তার বড় ভাই অভিযোগ করেছেন, নাবিলকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে।

শনিবার (২ অক্টোবর) বেলা দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পাঁচটার সময় তাকে মৃত ঘোষণা করে।

নিহতের বড় ভাই শাকিল ইসলাম দাবি করেন, কয়েকজন মিলে নেশা জাতীয় কিছু খাইয়ে তিনতলার ছাদ থেকে ফেলে দেয়। পরে আমরা খবর পেয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে ওখান থেকে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার সদর থানার পূর্ব রঘুরামপুর গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মগবাজার মধুবাগ উজ্জীবন গলি এলাকা থেকে এক কিশোর গুরুতর আহত অবস্থায় আসে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এমএইচআর/জেআইএম