ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আমিরাতে নিয়মিত ফ্লাইট চালু হতে পারে শুক্রবার

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে নিয়মিত ফ্লাইটে সরাসরি যাত্রী পরিবহনে সম্মতি মিললেও এখনও তা শুরু হয়নি। গতকাল (বুধবার) কয়েকটি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কিছু যাত্রী গেলেও নিয়মিত ফ্লাইট শুরু হয়নি।

তবে আগামীকাল শুক্রবার (১ অক্টোবর) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ একাধিক এয়ারলাইন্সের সরাসরি নিয়মিত ফ্লাইট চালু হতে পারে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানায়।

সূত্র জানায়, ইউএই সরকার বিমানবন্দরে স্থাপিত ছয়টি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার অনুমোদনের পর বুধবার দুপুর ১২টা থেকে সরাসরি ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়। কিন্তু সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য বিভিন্ন এয়ারলাইন্সের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় ফ্লাইট চালু হয়নি।

বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার সাজ্জাদ জাগো নিউজকে বলেন, এখনও নিয়মিত ফ্লাইট চালু হয়নি। আগামীকাল (১ অক্টোবর) থেকে চালু হতে পারে। বুধবার থেকে বিশেষ ফ্লাইটে কিছু সংখ্যক যাত্রী ইউএই গেছেন। তারা নিয়মানুসারে ৪৮ ঘণ্টা আগে একবার এবং ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টা আগে আরও একবার করোনা পরীক্ষা করান।

এমইউ/এমএইচআর/জেআইএম