বালু রাখা নিয়ে ঠিকাদারের অনুসারী-এলাকাবাসী সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭
চট্টগ্রামের সাতকানিয়ায় নদী থেকে তোলা বালু জমিতে রাখা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঠিকাদার ও তার অনুসারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঠিকাদারের অনুসারীদের ছোড়া গুলিতে অন্তত সাতজন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন, আবু তাহের (৩৮), মো. কাউছার (২৬), আব্দুল মালেক (৫০), মো. নুরুল হাসান (৫০), ফয়েজ আহমদ (৬২), রুহুল আমিন (৬০) ও মো. মানিক (২০)। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ‘বালু তোলা ও তা জমিতে রাখা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ও তার অনুসারীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঠিকাদারের অনুসারীদের ছোড়া গুলিতে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘গুলিবিদ্ধ সাতজনকে হাসপাতালে এনেছেন এলাকাবাসী। তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’
মিজানুর রহমান/এএএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ চেষ্টা করেছে পুলিশ, তবে পর্যাপ্ত বুলেটপ্রুফ হেলমেট-জ্যাকেট নেই
- ২ মোল্লা কলেজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, বাইরে উৎসুক জনতা
- ৩ সিনিয়রদের জন্য জুনিয়র কর্মকর্তাকে ‘বলির পাঁঠা’ বানানো অগ্রহণযোগ্য
- ৪ সচিব ও গ্রেড-১ পদে পদোন্নতি পেয়ে অবসরে যাচ্ছেন দুই কর্মকর্তা
- ৫ বিনা সুদে লাখ টাকা ঋণ, অহিংস গণঅভ্যুত্থান আহ্বায়ক মোস্তফা আটক