ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মোড়কজাতকরণ সনদ না থাকায় আলমাসকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১

পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় আলমাস সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিমুল এহসান বলেন, আলমাস সুপার শপে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে চানাচুর, মসুরডাল, ইসপগুলের ভূষি, কালোজিরা, এলাচ পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ পাওয়া যায়নি। সে কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সহকারী পরিচালক মো. রাকিবুল আলম ও পরিদর্শক মো. রফিক আজাদ অংশগ্রহণ করেন।

এনএইচ/এসএইচএস/জিকেএস