ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মোড়কজাতকরণ সনদ না থাকায় জরিমানা ২৫ হাজার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১

পণ্য মোড়কজাতকরণ সনদ ও ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় রাজধানীর বেইলি রোডের এক প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বেইলি রোডে অভিযান চালিয়ে আল-খাব্বাজ নামে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

jagonews24

বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স আল-খাব্বাজের পাউরুটি পণ্যে মোড়কজাতকরণ সনদ না থাকায় ও ব্যবহৃত ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে অভিযানে ঊর্ধ্বতন পরীক্ষক মো. বিল্লাল হোসেন ও পরিদর্শক মো. ইনজামামুল হক অংশ নেন।

এনএইচ/বিএ/এএসএম