শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ কৃষক ফেডারেশন, বাংলাদেশ ভূমিহীন সমিতি ও বাংলাদেশ কৃষাণী সভা নামক তিনটি সংগঠন। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে শীতার্ত মানুষের শীত বস্ত্রের দাবিতে মানবন্ধনে এ আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, এবারের শীত দীর্ঘায়িত হবে এবং দেশের দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে দারিদ্র শীতার্ত মানুষের দুর্ভোগ বাড়বে। এ সকল মানুষের পাশে মানবিক সাহায্য হিসাবে শীতবস্ত্র সরবরাহ করতে দেশের সরকার ও সামর্থবানদের পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
তারা আরো বলেন, বিশেষ করে সবচেয়ে দুর্ভোগের শিকার হবেন গ্রামীণ ভূমিহীন কৃষক, ক্ষেতমজুর এবং নিম্ন আয়ের মানুষ। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।
দুর্ভোগে পরার আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি জায়েদ ইকবাল খান, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি হারুন আর রশিদ, বাংলাদেশ ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সবুল সরকার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন প্রমুখ।
এএস/আরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সংস্কার কমিশন প্রধানদের মর্যাদা-সুবিধা, সদস্যদের সম্মানী নির্ধারণ
- ২ ‘বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে শিগগির সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ’
- ৩ আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনসহ গ্রেফতার ২৭
- ৪ যুগ্মসচিবের শাস্তির দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
- ৫ বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়