ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডিজিটাল ওজনযন্ত্রের সনদ না থাকায় সুপারশপকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১

রাজধানীর ধানমন্ডিতে ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় কন্যা সুপারশপকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে এ জরিমানা আদায় করা হয়।

বিএসটিআই সূত্র জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ধানমন্ডি ৭ নম্বর রোডে কন্যা সুপারশপকে ডাল, এলাচ, জিরা, কাবাব চিনি, মসলা, রাজমা, কালোজিরা, ইসপগুল, শন পাপড়ী, ফুসকা, সাদা বাদাম, পাউরুটিসহ কয়েকটি পণ্যের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ এবং মেগা ব্র্যান্ডের ৩০ কেজি ধারণ ক্ষমতার ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরিদর্শক মো. রফিক আজাদ ও মো. নাজমুস সায়াদত উপস্থিত ছিলেন।

এনএইচ/এএএইচ/জেআইএম