এবার রাসেল দম্পতিসহ ইভ্যালির ২০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা দায়ের হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে মো. কামরুল ইসলাম চকদার বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেন।
রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার দিবাগত রাতে কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ইভ্যালির সিইও এবং চেয়ারম্যানকে আসামি করা হয়েছে। এজাহারে বাদী উল্লেখ করেছেন, ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে তিনি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু ইভ্যালি তার পাওনা টাকা পরিশোধ করেনি।
ওসি আরও জানিয়েছেন, কামরুল ইসলামের দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হলেও মোট ২০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন ছাড়াও আসামি করা হয়েছে- ইভ্যালির ভাইস প্রেসিডেন্ট আকাশ, ম্যানেজার জাহেদুল ইসলাম হেময়, সিনিয়র অ্যাকাউন্টস ম্যানেজার তানভীর আলম, সিনিয়র এক্সিকিউটিভ কমার্শিয়াল জাওয়াদুল হক চৌধুরী, হেড অব অ্যাকাউন্টস সেলিম রেজা, অ্যাকাউন্টস ম্যানেজার জুবায়ের আল মাহমুদ, অ্যাকাউন্টস শাখার কর্মকর্তা সোহেল, আকিবুর রহমান তূর্য, সিইও রাসেলের পিএস মো. রেজওয়ান, বাইক ডিপার্টমেন্টের সাকিব রহমানসহ ২০ জন।
গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের হয়। এর কয়েক ঘণ্টা পরেই র্যাব তাদের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায়।
টিটি/ইএ/জিকেএস
টাইমলাইন
- ০২:২৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ রাসেল দম্পতির মুক্তির দাবিতে আজও আদালতের সামনে মানববন্ধন
- ০১:৩৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ আদালতে ইভ্যালির রাসেল, কারাগারে রাখার আবেদন
- ১১:৪৯ এএম, ২১ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালির চেয়ারম্যান-এমডির মুক্তির দাবিতে মানববন্ধন
- ০৩:০৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১ ই-কমার্স গ্রাহকদের লোভ কমিয়ে সচেতন হওয়ার পরামর্শ
- ১২:১২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১ এবার রাসেল দম্পতিসহ ইভ্যালির ২০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
- ০৪:৪২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ করোনা পরিস্থিতিতে পণ্য সরবরাহে ব্যর্থ হয়েছে ইভ্যালি: আইনজীবী
- ০৩:৫২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালির রাসেলের মুক্তি চেয়ে এবার আদালতের সামনে বিক্ষোভ
- ০৩:২৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালির চেয়ারম্যান-এমডি ৩ দিনের রিমান্ডে
- ০৩:০৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালির চেয়ারম্যান-এমডির জামিন আবেদন
- ০২:১৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালির চেয়ারম্যান-এমডিকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন
- ০২:০৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ আদালতে ইভ্যালির চেয়ারম্যান-এমডি
- ০১:৩৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ বিদেশি কোম্পানির কাছে ইভ্যালি বিক্রির পরিকল্পনা ছিল: র্যাব
- ০১:৩৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ ১০ দিনের রিমান্ড চাওয়া হবে রাসেল দম্পতির
- ০১:২৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ সুনসান ইভ্যালির কার্যালয়
- ০১:১৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ গুলশান থানায় নেওয়া হলো রাসেল দম্পতিকে
- ১২:২৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালি থেকে মাসে ১০ লাখ নিতেন রাসেল দম্পতি: র্যাব
- ০৯:২৩ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ আরও কিছু মাস প্রয়োজন ছিল: ইভ্যালি
- ০২:৩৭ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালির এমডি-সিইও’র মুক্তির দাবিতে মানববন্ধনের ডাক
- ০৯:১৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালির চেয়ারম্যান-এমডিকে জিজ্ঞাসাবাদ চলছে, থানায় হস্তান্তর আজ
- ০৭:৩১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ ‘ইভ্যালির রাসেল চেয়েছেন ৬ মাস, হাতে এখনো ৫ মাস’
- ০৬:০০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ গ্রেফতারের পর উল্টো ইভ্যালির রাসেলের পক্ষেই বিক্ষোভ
- ০৫:২৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ র্যাব সদর দপ্তরে নেওয়া হলো ইভ্যালির চেয়ারম্যান-এমডিকে
- ০৪:৫৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ আজ অফিসেও যাননি ইভ্যালির এমডি রাসেল
- ০৪:৫৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী গ্রেফতার
- ০৪:১০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ ইভ্যালির রাসেলের বাসায় অভিযানে র্যাব