ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২৪ ঘণ্টায় পুরুষের চেয়ে নারীর মৃত্যু দ্বিগুণ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পুরুষের তুলনায় নারীর মৃত্যু প্রায় দ্বিগুণ। এসময়ে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ৩৮ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ১৩জন এবং নারী ২৫জন।

শুক্রবার (১৭সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে গত বছরের ১৮ মার্চ করোনাভাইরাস আক্রান্তদের প্রথম রোগীর মৃত্যু হয়। আজ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সর্বমোট ২৭ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৪৭৪ জন (৬৪ দশমিক ৩৭ শতাংশ) এবং নারী ৯ হাজার ৬৭৩জন (৩৫ দশমিক ৬৩ শতাংশ)।

এমইউ/ইউএইচ/এমএস