লালমাটিয়ায় র্যাবের অভিযান, বিপুল ভিওআইপি সরঞ্জাম জব্দ
রাজধানীর লালমাটিয়ায় একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম জব্দ করেছে র্যাব। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিটিআরসির সঙ্গে যৌথভাবে এ অভিযান শুরু করে র্যাব। অভিযান এখনও চলছে।
সন্ধ্যায় র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেলে লালমাটিয়ার জাকির হোসেন রোডের একটি বাসায় অবৈধ ভিওআইপির বিরুদ্ধে অভিযান শুরু করে র্যাব। র্যাব-২ এর নেতৃত্বে অভিযানে সহায়তা করছে বিটিআরসি।
অভিযান শেষে এ বিষয়ে স্পট ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
টিটি/বিএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ‘গণঅভ্যুত্থানে আহতরা চিকিৎসা পাচ্ছেন না, রাষ্ট্র কি ঘুমিয়ে আছে?’
- ২ পর্তুগালে ইউএনএওসি গ্লোবাল ফোরামে অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা
- ৩ এলডিসি দেশগুলোকে ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে সমর্থন চাইলো বাংলাদেশ
- ৪ চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ৩ কারবারি গ্রেফতার
- ৫ ৪ ঘণ্টা পর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরু