ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এহসান গ্রুপের সমর্থনে হাফিজুর রহমান কুয়াকাটার মন্তব্য আলোচনায়

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৩৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১

প্রায় ১৭ হাজার কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত ‘এহসান গ্রুপ’র সমর্থনে পটুয়াখালীর কুয়াকাটার মাওলানা মো. হাফিজুর রহমান সিদ্দিকের পুরনো মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘হেলিকপ্টার হুজুর’ খ্যাত হাফিজুর রহমান কুয়াকাটাকে এহসান গ্রুপের প্রশংসায় বিভিন্ন রকমের কথা বলতে শোনা গেছে। ছড়িয়ে পড়া ভিডিওতে শোনা যায়, তিনি ‘এহসান গ্রুপকে নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই’ বলেও মন্তব্য করেছেন।

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান (৪১) ও তার সহযোগী মো. আবুল বাশার খানকে (৩৭) গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ভাউচার বই ও মোবাইল উদ্ধার করা হয়।

পরে ব্রিফিংয়ে র‌্যাব জানায়, রাগীব আহসান ১৭টি প্রতিষ্ঠানের নামে প্রতারণার ফাঁদ তৈরি করেন। তার বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। তিনি লাখ টাকার বিনিয়োগে মাসিক মাত্রাতিরিক্ত টাকা প্রাপ্তির প্রলোভন দেখিয়ে ২০০৮ সালে ১০ হাজার গ্রাহককে যুক্ত করেন। এখন তার গ্রাহকের সংখ্যা প্রায় লক্ষাধিক।

jagonews24

রাগীব আহসানের এই এহসান গ্রুপকে নিয়েই ওয়াজ মাহফিলে বিভিন্ন প্রশংসামূলক বক্তব্য দিয়েছিলেন হাফিজুর রহমান কুয়াকাটা। সেই পুরনো প্রশংসামূলক বক্তব্য ছড়িয়ে পড়তেই এখন সমালোচনার তোপে হাফিজুর।

জানা গেছে, সম্প্রতি মাহফিলটি এহসান গ্রুপ পিরোজপুরের উদ্যোগে হয়েছিল। সেখানে হাফিজুর রহমান সিদ্দিককে বলতে শোনা গেছে, ‘জনসাধারণের সেবামূলক প্রতিষ্ঠান এই ‘এহসান গ্রুপ পিরোজপুর-বাংলাদেশ’। এই গ্রুপকে নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই। এরপরও অনেকে গ্রুপকে নিয়ে বিরূপ মন্তব্য করবে। তাদের মন্তব্য নিয়ে আমরা সময় নষ্ট করতে রাজি না।’

এহসান গ্রুপের সুদবিহীন ব্যবসার প্রসঙ্গ তুলে ‘হেলিকপ্টার হুজুর’ বলেন, ‘গুনাহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে সুদ খাওয়া। আর এই গুনাহ থেকে হেফাজতের জন্য আমার বন্ধু মুফতি রাগীব আহসান এই সেবামূলক প্রতিষ্ঠান চালু করেছেন। এহসান গ্রুপ শুধু পিরোজপুরের জন্য নয়, গোটা জগতের জন্য রহমত।’

তখন তিনি আরও বলেছিলেন, ‘আমি নিজে এহসান পরিবারের একজন সদস্য।’

যদিও হাফিজুর রহমান এই বক্তব্যটি দিয়েছিলেন এহসান গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার হওয়ার আগে। তবু এ ধরনের প্রতারণা-জালিয়াতির কর্মকাণ্ডে জড়িত গ্রুপের পক্ষে অবস্থানের কারণে তুমুল সমালোচনার মুখে পড়েছেন হাফিজুর রহমান।

অবশ্য তার অনুসারীদের দাবি, এহসান গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা হাফিজুর রহমান আগে থেকে জানতেন না। তাই তিনি ওই গ্রুপের উদ্যোগে হওয়া সামাজিক ও ধর্মীয় কাজের প্রশংসা করেছিলেন।

জেডএইচ/এইচএ/