ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংক্রমণ কমলেও কোয়ারেন্টাইন-আইসোলেশনে সোয়া লাখ মানুষ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:২১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২১

করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণের হার ৭ শতাংশে নামলেও এখনও কোয়ারেন্টাইন (প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক) ও আইসোলেশনে রয়েছে প্রায় সোয়া লাখ মানুষ। শনিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত সারাদেশে মোট এক লাখ ২৩ হাজার ৭৬৭ জন কোয়ারেন্টাইন ও আইসোলেশনে রয়েছেন। তাদের মধ্যে কোয়ারেন্টাইনে আছেন ৭৪ হাজার ৯০ জন ও আইসোলেশনে ৪৯ হাজার ৬৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৭১ জনকে কোয়ারেন্টাইনে ও ৪৫১ জনকে আইসোলেশনে পাঠানো হয়। একই সময় কোয়ারেন্টাইন থেকে তিন হাজার ৩৪৩ জন ও আইসোলেশন থেকে ৮৫৩ জন মুক্ত হন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড-১৯ পরিস্থিতি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর আজ (১১ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ১২ লাখ ২৩ হাজার ২৫৩ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের মধ্যে ছাড় পেয়েছেন ১১ লাখ ৪৯ হাজার ১৬৩ জন। একই সময়ে তিন লাখ ৭৩ হাজার ৩৫৩ জনকে আইসোলেশনে পাঠানো হয়। তাদের মধ্যে আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন লাখ ২৩ হাজার ৬৭৯ জন।

এমইউ/এআরএ/এএসএম