ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্কুল খোলার প্রস্তুতি শেষ পর্যায়ে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২১

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলছে। মহামারির এ সময়ে স্বাস্থ্যবিধি যাতে সঠিকভাবে মানা হয় সেদিকে গুরুত্বারোপ করছে সরকার। সরকারের দেয়া নির্দেশনা মোতাবেক স্কুল খোলার প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা।

রাজধানীর কলাবাগান এলাকার লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয়ে দেখা যায়, শ্রেনিকক্ষ ও তার আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কার হচ্ছে। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সচেতনতার জন্য ব্যানার-ফেস্টুন লাগানো হচ্ছে। তাপমাত্রা মাপার যন্ত্রের ব্যবস্থাও রয়েছে।

বিদ্যালয়টির গেটে হ্যান্ড সেনিটাইজেসনের জন্য স্প্রে ও হ্যান্ডওয়াশের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয়ে দুটি গেটের মাধ্যমে ছাত্র ছাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করে বিদ্যালয়ে প্রবেশ করানো হবে। ডেংগুর প্রকোপ রোধে প্রতিদিন সিটি করপোরেশন থেকে ছিটানো হচ্ছে কীটনাশক।

তবে একপাশে ভবনের কাজ চলায় স্কুলের মাঠের অবস্থা কর্দমাক্ত। মাঠে জমে রয়েছে পানি। স্কুল আঙিনায় এলোমেলোভাবে পড়ে রয়েছে নির্মাণসামগ্রী।

সার্বিক বিষয়ে স্কুলের সিনিয়র শিক্ষিকা শারমিনা আহমেদ বলেন, আমরা স্কুল খোলার জন্য যাবতীয় ব্যবস্থা নিচ্ছি। বিদ্যালয়ে সামাজিক দূরত্ব মানার জন্য আমরা দাগ টেনে দেবো। ক্লাসরুমগুলোতে কয়জন কীভাবে বসবে তার জন্যও আমরা নির্দেশনা দিয়ে দেবো। প্রতিদিন আমাদের চার অথবা পাঁচজন শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছি।

তিনি বলেন, আমাদের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী সবাই আমাদের দুই ডোজ টিকাই গ্রহণ করেছে। আমাদের প্রস্তুতি শতভাগ রয়েছে।

এএএম/এমএইচআর/জেআইএম