ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শনাক্তের হার নামলো ৯ শতাংশের নিচে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২১

দেশে করোনা শনাক্তের হার ৯ শতাংশের নিচে নেমেছে। গতকালের (বুধবার) শনাক্তের হার ছিল ৯ দশমিক শূন্য ৭ শতাংশ। আজ (বৃহস্পতিবার) শনাক্তের হার ৮ দশমিক ৭৬ শতাংশ।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৯৪ জনে।

একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৮৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জনে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ৮০০টি ল্যাবরেটরিতে ২৯ হাজার ৪৯৫টি নমুনা সংগ্রহ ও ২৯ হাজার ৫৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯১ লাখ ৭৫ হাজার ৯১২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৬২শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৬১৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন।

এদিকে ২৪ ঘণ্টায় মৃত ৫৮ জনের মধ্যে পুরুষ ৩৫ ও নারী ২৩ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৫০ এবং বেসরকারি হাসপাতালে আটজনের মৃত্যু হয়।

মৃত ৫৮ জনের মধ্যে দশোর্ধ্ব দুইজন, বিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন, ষাটোর্ধ্ব ১৬ জন, সত্তরোর্ধ্ব সাতজন, আশির্ধ্ব ছয়জন, নব্বই বছরের বেশি বয়সী একজন ও ১০০ বছরের বেশি বয়সী একজন মারা যান।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ১৯ জন, রাজশাহীতে তিনজন, খুলনায় পাঁচজন, সিলেটে আটজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এমইউ/এমআরআর