ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মাওলানা আবদুস সালাম আর নেই

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২১

দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালক মাওলানা আবদুস সালাম চাটগামী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন হাটহাজারী মাদরাসার শুরা সদস্য ও ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদরাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৯টা থেকে হাটহাজারী মাদরাসার শুরা বৈঠক চলছিল। তিনি (চাটগামী) বৈঠকে উপস্থিত ছিলেন না। নিজের রুমে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরই মধ্যে আমরা বৈঠকে তার নাম মহাপরিচালক হিসেবে প্রস্তাবনা তৈরি করেছি। কিন্তু ঘোষণাটি শোনানোর আগেই তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। বর্তমানে তার মরদেহ হাটহাজারী মাদরাসায় রয়েছে।

মাওলানা সালাহউদ্দিন নানুপুরী আরও বলেন, তার মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মুফতি ইয়াহিয়ার নাম ঘোষণা করে শুরা বৈঠক মুলতবি ঘোষণা করা হয়।

গত বছরের ১৯ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসা পরিচালনায় তিন সদস্যের একটি কমিটি করা হয়। ওই কমিটির সদস্য ছিলেন চাটগামী।

মিজানুর রহমান/এমআরআর/এমএস