ঢাকা দক্ষিণে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে কাল
আগামীকাল (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে করোনাভাইরাস প্রতিরোধে গণটিকা কর্মসূচির দ্বিতীয় ডোজের কার্যক্রম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়ও মঙ্গলবার গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রথম ডোজের জন্য নির্ধারিত ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্রেই দ্বিতীয় ডোজের এ টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রতিদিন প্রতিটি কেন্দ্রে প্রথম ডোজের দ্বিগুণ অর্থাৎ ৭০০ জন টিকাপ্রত্যাশীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ৮ ও ৯ আগস্টে প্রথম ডোজের টিকাগ্রহীতাদের আগামী ৭ সেপ্টেম্বর, ৯ ও ১০ আগস্টে টিকাগ্রহীতাদের আগামী ৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১২ আগস্টের টিকাগ্রহীতারা আগামী ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।
প্রথম ডোজের গণটিকা কর্মসূচিতে ডিএসসিসির প্রতিটি কেন্দ্র থেকে সাড়ে ৩০০ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। সেসময় ছয় দিনব্যাপী কর্মসূচিতে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্র থেকে মোট এক লাখ ৫৭ হাজার ১৩৩ জন প্রথম ডোজের টিকা নিয়েছিলেন।
এমএমএ/ইউএইচ/এআরএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ তথ্য স্থানান্তরের কারণে ধীরগতি, দ্রুতই সমাধান
- ২ সাবেক অতিরিক্ত সচিবের গাড়ি থেকে চুরি হওয়া ১০ লাখ টাকা উদ্ধার
- ৩ বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- ৪ নিজের ‘দুর্নীতির অভিযোগ’ নিয়ে যা বললেন দুদকের নতুন চেয়ারম্যান
- ৫ বিআরটিএ পরিচালকের সঙ্গে ট্রান্সপোর্ট রিপোর্টার্স সদস্যদের সাক্ষাৎ