ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বঙ্গবন্ধুকে সম্মান করতে চাই: সংসদে বিএনপির হারুন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

বিএনপির সংসদ সদস্য হারুন-অর-রশীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতাদের নিয়ে বিতর্ক বন্ধ করার দাবি জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমরা বঙ্গবন্ধুকে সম্মান করতে চাই। জাতীয় নেতা যেই হোন না কেন, তাদের আমরা সম্মান করতে চাই। আজ ৪৫ বছর আগের ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করে আমরা জাতিকে হিংসাত্মক জায়গায় নিয়ে যেতে চাই না। আমরা মনে করি যার যেটা সম্মান প্রাপ্য, তার সেই মর্যাদা দেয়া হোক। এতে আমাদের জাতির কল্যাণ রয়েছে।’

শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে একটি বিল পাসের সময় জনমত যাচাই এবং বাছাই প্রস্তাবের ওপর কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

বিএনপিদলীয় সংসদ সদস্য হারুন-অর-রশীদ বলেন, ‘আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী তার পরিবার হারিয়েছেন, তার পিতা-মাতা ও ভাই হারিয়েছেন। যে জন্য নিঃসন্দেহে তার কষ্ট সবচেয়ে বেশি।’

তিনি বলেন, ‘ওই সময় তো সারাদেশে আওয়ামী লীগ ক্ষমতায়। জেলা ও থানা পর্যায়ে কোথাও কোনো বিদ্রোহ করেনি কেন? আমি এটা নিয়ে আর বিতর্ক বাড়াতে চাচ্ছি না। আইনমন্ত্রী বলেছেন সত্যের মুখোমুখি হওয়া দরকার। সাহস আছে? আমরা বঙ্গবন্ধুকে সম্মান করতে চাই। জাতীয় নেতা যেই হোন না কেন, তাদের আমরা সম্মান করতে চাই। আজ ৪৫ বছর আগের ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করে আমরা জাতিকে হিংসাত্মক জায়গায় নিয়ে যেতে চাই না।’

এইচএস/এমএইচআর/এমকেএইচ