যাত্রাপালা ও মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে ট্রাক যাত্রা
‘সকল যুদ্ধাপরাধীকে করে দেন নিঃশেষ, চিরতরে কলঙ্ক মুক্ত হোক প্রিয় মার্তৃভূমি বাংলাদেশ’ -এ প্রত্যয় নিয়ে দেশাত্মবোধক যাত্রাপালা ও মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে রাজধানীতে ট্রাক যাত্রা করছেন বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদ। বিজয় দিবস উপলক্ষে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশাত্মবোধক যাত্রাপালা ও মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে এ ট্রাক যাত্রা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে এ দেশাত্মবোধক যাত্রাপালা ও মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে ট্রাক যাত্রা করা হচ্ছে। বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে, বিকেল ৩টায় শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে এবং সন্ধ্যা সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে অনুষ্ঠিত হবে।
যাত্রাপালার তালিকায় রয়েছে, নবাব সিরাজউদ্দৌলা ও গঙ্গা থেকে বুড়ি গঙ্গা।
এ সময় রাজধানীতে ট্রাক যাত্রা অনুষ্ঠানে বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের সভাপতি মিনাল কান্তি, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ যাত্রা শিল্পীরা উপস্থিত ছিলেন।
এএস/আরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ‘গণঅভ্যুত্থানে আহতরা চিকিৎসা পাচ্ছেন না, রাষ্ট্র কি ঘুমিয়ে আছে?’
- ২ পর্তুগালে ইউএনএওসি গ্লোবাল ফোরামে অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা
- ৩ এলডিসি দেশগুলোকে ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে সমর্থন চাইলো বাংলাদেশ
- ৪ চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ৩ কারবারি গ্রেফতার
- ৫ ৪ ঘণ্টা পর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরু