হাতিরঝিলে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন বন্ধু দগ্ধ
রাজধানীর হাতিরঝিলে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সিয়াম (১৮), আল কাবিদ (২২) ও ফরহাদ আকাশ (২১)। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
তাদের হাসপাতালে নেয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘বিকেলে তিন বন্ধু হাতিরঝিলে ঘুরতে আসেন। সেখানে মহানগর ব্রিজের পাশে সেপটিক ট্যাংকে বসেছিলেন। এসময় হঠাৎ সেটি বিস্ফোরিত হয়ে দগ্ধ হন তারা। এরপর আমরা দ্রুত তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।’
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত এক চিকিৎসক জানান, তাদের শরীরের পাঁচ থেকে ১৫ শতাংশ পুড়ে গেছে।
ইএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সব ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- ২ কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
- ৩ সৌদিতে সেবাদানকারী কোম্পানির সঙ্গে হজ এজেন্সিকে চুক্তির নির্দেশ
- ৪ বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে মঙ্গলবার
- ৫ পুলিশের দুর্বলতা ছিল বলেই ঘটনা সংঘর্ষের দিকে গেছে: উপদেষ্টা নাহিদ