ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে ৪ জনের মৃত্যুর দিনে শনাক্ত ২৬৭

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৬ এএম, ২৯ আগস্ট ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২১৫ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৬৭ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ৯৯১ জনে।

রবিবার (২৯ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জাগো নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৬৭ জনের নমুনা পরীক্ষায় ২৬৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৬৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৪৪ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে নয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে সাতজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে পাঁচজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে তিনজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে তিনজন এবং অ্যান্টিজেন টেস্টে ১৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

মিজানুর রহমান/এমকেআর/এমএস