বিএনসিসির উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তর সংক্রান্ত উপদেষ্টা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৬ আগস্ট) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বিএনসিসির সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন–২০১৬ এর বিধি চূড়ান্তকরণ এবং অন্যান্য প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপ-সচিব পর্যায়ের কর্মকর্তারা এবং সেনা, নৌ ও বিমানবাহিনী প্রেরিত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বিএনসিসি হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে রমনা রেজিমেন্টের ক্যাডেটদের সমন্বয়ে গঠিত একটি চৌকস ক্যাডেট দল তাকে গার্ড অব অনার দেয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এমইউ/এমআরআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে
- ২ যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলে আমাদের সম্পর্কে প্রভাব পড়বে না
- ৩ ধানমন্ডিতে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য স্বাস্থ্য ক্যাম্প
- ৪ কচুক্ষেতে পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন, গ্রেফতার আরও ৫
- ৫ ‘দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর ওপর গুরুত্ব দিতে হবে’