ঢামেকে ফাঁসির আসামির মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. সরোয়ার কামাল ওরফে লিটন (৫৬)।
গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অচেতন অবস্থায় সরোয়ার কামালকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী ষষ্ঠ মহন জাগো নিউজকে জানান, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শন) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি অসুস্থ হয়ে হাসপাতালে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কেএএ/এমআর/জেএইচ/এমকেএইচ