ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কলকাতায় বাংলাদেশ বিজয় উৎসব শুরু

প্রকাশিত: ০৫:১৮ এএম, ১৫ ডিসেম্বর ২০১৫

পশ্চিমবঙ্গের কলকাতায় পাঁচ দিনব্যাপী বাংলাদেশ বিজয় উৎসব আজ (১৫ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

চার বছর ধরে এই বিজয় উৎসব কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে অনুষ্ঠিত হয়ে এলেও কলকাতাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এবার বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হচ্ছে।

উৎসবের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। উপহাইকমিশনার জকি আহাদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

এবার এই উৎসব ঘিরে পাঁচ দিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে নজরুলগীতি, রবীন্দ্রসংগীত, লোকগীতি, বাউলগান, লালনগীতি, আধুনিক গান, ব্যান্ড সংগীত, সুফিসংগীত, নৃত্যসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। এসব অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের রেনেসাঁ, এলআরবি, কুষ্টিয়ার লালন শিল্পীগোষ্ঠীর শিল্পীরাসহ বাংলাদেশের অন্তত ৬০ জন নামীদামি শিল্পী। থাকবেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পীরাও।

একে/পিআর