বনানীতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তৃতীয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
শনিবার (২১ আগস্ট) ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তৃতীয়তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়েছে। সকাল সোয়া ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
তবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এমইউ/টিটি/এএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ চীন সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান
- ২ প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের চার বছরের মেয়াদের কথা বলেননি
- ৩ করাইল বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ ৯ মাদক কারবারি গ্রেফতার
- ৪ জলবায়ুর প্রভাব মোকাবিলায় ২০৩০ পর্যন্ত অপেক্ষা সম্ভব নয়: রিজওয়ানা হাসান
- ৫ চাকরি ফিরে পেলেন পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা