বেতারের সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
নিয়োগ ও বদলি বাণিজ্য, মালামাল ক্রয় ও আমদানিতে বিভিন্ন অনিয়ম ও লুটপাটসহ অটোমেশন সফটওয়্যার ক্রয়ের নামে এক কোটি পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে শিগগিরই অনুসন্ধান টিম গঠন করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুদক এ বিষয়ে সিদ্ধান্ত নেয়।
গত ২৩ জুন বেতারের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের অটোমেশন সফটওয়্যার তৈরির চুক্তিতে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের জন্য নথি চেয়ে ঢাবি ভিসি বরাবর চিঠি দেয় দুদক।
দুদকের উপপরিচালক (বিশেষ তদন্ত-২) মোহাম্মদ ফয়সাল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ বেতার কর্তৃক ২০১৮-১৯ অর্থবছরের ইনোভেশন কার্যক্রমের আওতায় স্বচ্ছ দুর্নীতিমুক্ত অফিস ব্যবস্থাপনা নিশ্চিতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের সঙ্গে এক কোটি ১৫ লাখ টাকায় ‘অটোমেশন সফটওয়্যার’ তৈরির চুক্তি হয়। এই প্রকল্প বাস্তবায়নে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেয়েছে দুদক।
এসএম/এএএইচ/এমএস