ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পুলিশের চেষ্টায় চার বছর পর স্ত্রী-সন্তানকে ফিরিয়ে নিলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৮ আগস্ট ২০২১

ময়মনসিংহের মুক্তাগাছা থেকে এক গৃহবধূ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগকে লিখেছেন, তার স্বামী ফুলবাড়িয়া থানার অধিবাসী। তাদের ঘরে তিন বছরের একটি শিশুসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তার স্বামী তাকে নানাভাবে নিপীড়ন করতে থাকেন। এক পর্যায়ে তাড়িয়ে দেন বাড়ি থেকে। প্রায় চার বছর ধরে স্বামী তাদের কোনো খোঁজখবর নেন না। নানাভাবে তিনি চেষ্টা করেছেন স্বামীর বাড়ি ফিরে যেতে। সংসার টিকাতে সব ধরনের চেষ্টা করেছেন। কোনোভাবেই পেরে ওঠছেন না।

গৃহবধূ জানান, তিনি কোনো মামলা মোকদ্দমায় জড়াতে চান না। তিনি চান, তার স্বামী তাকে ও সন্তানকে সসম্মানে ঘরে তুলে নেবে। পরে পুলিশের চেষ্টায় চার বছর পর শিশুসন্তানসহ স্বামীর সংসারে ফিরেছেন ওই গৃহবধূ।

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সদরদফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা এ তথ্য জানান।

তিনি জানান, স্বামীর নির্যাতনের কারণে ঘরহারা ওই গৃহবধূর পাশে দাঁড়াতে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেনকে নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ। পরে পুলিশের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই গৃহবধূকে তার স্বামী সসম্মানে বাড়ি তুলে নিয়েছেন।

এদিকে পুলিশের পক্ষ থেকে গৃহবধূর স্বামীকে জানানো হয়েছে, তার স্ত্রীর কোনো অসম্মান বা অধিকার ক্ষুণ্ন হলে পুলিশ কঠোর আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। গৃহবধূকেও পরামর্শ দেয়া হয়েছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে। তাকে আশ্বস্ত করা হয়েছে, তার যেকোনো আইনসম্মত প্রয়োজনে পুলিশ সব সময় পাশে থাকবে।

এরপর ওই নারী ও তার পরিবার বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টিটি/জেডএইচ/এএসএম