ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পৌর নির্বাচন স্থগিত চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:২২ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৫

সংশোধিত পৌরসভা নির্বাচন বিধিমালা ১৯ এর  ২, ৩, ৪ ও ৫ ধারায় ‘ত্রুটি’ থাকায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও পৌর নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট জুলফিকার আলীর পক্ষে ব্যারিস্টার এহসানুর রহমান রিট আবেদনটি করেন।

ব্যারিস্টার এহসানুর রহমান জানান, রিটে নির্বাচনী তফসিলে ত্রুটি থাকাকে ‘কেন অবৈধ ঘোষণা করা হবে না’ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে পৌরসভা নির্বাচন বিধিমালা তফসিল সংশোধনের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া বিধিমালায় থাকা ত্রুটি সংশোধন না করা পরর্যন্ত নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, উপ-সচিব, আইন সচিব ও স্থানীয় সরকার সচিবকে বিবাদী করা হয়েছে।

অ্যাডভোকেট জুলফিকার আলী জানান, কাল (সোমবার) রিট আবেদনটির ওপর হাইকোর্টে শুনানি হতে পারে।
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর দেশের ২৩৪ পৌরসভা নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। ৩০ ডিসেম্বর পৌরসভা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এফএইচ/এএইচ/আরআইপি