একদিনে ঢাকা বিভাগে আরও শতাধিক মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মৃতের সংখ্যা আবারও ১০০ ছাড়িয়েছে। এই সময়ে দেশের আট বিভাগে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৩৪ জন ও নারী ১০৩ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১৭৪ জন, বেসরকারি হাসপাতালে ৬০ জন এবং বাড়িতে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ৩৯৮ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৬৯ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত ২৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১০৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহীতে ১০ জন, খুলনায় ২০ জন, বরিশালে আটজন, সিলেটে বিভাগে ২৩ জন, রংপুরে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে মোট মৃত ২৩ হাজার ৩৯৮ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১০ হাজার ৪৪২ (৪৪ দশমিক ৬৩ শতাংশ) জনের মৃত্যু হয়েছে।
এই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১০ হাজার ৪২০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনে।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয় গত বছরের ১৮ মার্চ।
এমইউ/ইএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ শীতের কাপড়ের বাজার গরম, কম্বল-কমফোর্টারে ঝোঁক ক্রেতার
- ২ গণঅভ্যুত্থানে আহতদের মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে
- ৩ আজম-পলক পরিবারের ১৩৬ ব্যাংক হিসাব, হাজার কোটির অস্বাভাবিক লেনদেন
- ৪ প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- ৫ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা কমেছে ৮ শতাংশ মানুষের