ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সরকারি জমি দখলের দিন শেষ : ভূমি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১০:০২ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

সরকারি জমি দখলের দিন শেষ। এখন সরকারি জমিতে অট্টালিকা তৈরি করলেও দখলদাররা ছাড় পায় না বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

রোববার দুপুরে সাভারের সিএনবি এলাকায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের উদ্যোগে বিসিএস (প্রশাসন, পুলিশ ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাগণের ১৫তম সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ভূমি দস্যুরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে আগের মতো এখন দখলকাণ্ড নেই।

ভূমি মন্ত্রনালয় এখন যুগোপযোগী হয়েছে। চাইলেই কেউ সরকারি জমি দখল করতে পারে না। ভূমি মন্ত্রণালয়ের আধুনিক কর্মকাণ্ডের প্রচারণা কম বলে এখনও মানুষের আগের মতোই ধারণা রয়েছে বলে দাবী করেন প্রতিমন্ত্রী।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আকরাম হোসেন। ৩৫ দিন ব্যাপি এ প্রশিক্ষণে ৩০ কর্মকর্তা অংশ নিয়েছেন।

আল-মামুন/এএইচ/আরআইপি