দ্বিতীয় দিনেই গতি কমেছে গণটিকাদানের
মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে সারাদেশে শুরু হওয়া গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনেই গতি কমেছে। শনিবার (৭ আগস্ট) গণটিকাদানের প্রথম দিনে ৩০ লাখ ৭০ হাজার ২৬৮ জনকে প্রথম ডোজের টিকা দেয়া হলেও দ্বিতীয় দিনে এ সংখ্যা নেমে এসেছে ৬ লাখ ৪৭ হাজার ৭৭২ জনে। তাদের মধ্যে পুরুষ ৩ লাখ ৫৪ হাজার ৪৬৬ জন ও নারী ২ লাখ ৯৩ হাজার ৩০৬ জন।
এ নিয়ে দেশে প্রথম ডোজ গ্রহণকারীর মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ১ কোটি ৪০ লাখ ৭ হাজার ৮৩৭ জন। একই দিনে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৯৮ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ৫৯ হাজার ৬৪২ জন ও নারী ৩৮ হাজার ৮৩৪ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন।
রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান এ তথ্য জানান।
এদিকে, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণ করতে ইচ্ছুক নিবন্ধনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ২ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ২৭ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ১৮ হাজার ২৩৭ জন সিনোফার্মের প্রথম ডোজের টিকাগ্রহণ করেন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ২৮ হাজার ৭৭৭ জন ও ১ লাখ ৮৯ হাজার ৪৬০ জন নারী রয়েছে। এ নিয়ে চীনের সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৬৪ লাখ ৬৫ হাজার ১১৮ জন।
সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৯ হাজার ৭৩৪ জন। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৭৪ জন ও নারী ১২ হাজার ৬৬০ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকাগ্রহণ করেন ১ লাখ ৪৪ হাজার ২৭ জন।
রোববার মর্ডানার প্রথম ডোজের টিকাগ্রহণ করেন ২ লাখ ২৯ হাজার ৫৩৫ জন। তাদের মেধ্য পুরুষ ১ লাখ ২৫ হাজার ৬৮৯ জন ও ১ লাখ ৩ হাজার ৮৪৬ জন নারী রয়েছে। এ নিয়ে মর্ডানার প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১৬ লাখ ৭২ হাজার ৪০১ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ফাইজারের কোনো টিকা দেয়া হয়নি। এ পর্যন্ত ফাইজারের প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৫০ হাজার ২৫৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪ হাজার ৮৩৪ জন। এদের মধ্যে পুরুষ ৪ হাজার ২১৮ জন ও নারী ৬১৬ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকাগ্রহণ করেনি। এর আগে পর্যন্ত এ টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জন। সর্বশেষ এ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৩ হাজার ৯০৮ জন। তাদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৩৫০ জন ও নারী ২৫ হাজার ৫৫৮ জন। এ নিয়ে অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়াল ৪৪ লাখ ৩৫ হাজার ২১৮ জন।
উল্লেখ্য, চলতি বছরের গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনেকার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমদিকে শুধুমাত্র এ টিকা দেয়া হলেও পরবর্তীতে চীনের সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মর্ডানার টিকা যুক্ত হয়।
এমআরএম