মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ
আসন্ন পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ (রোববার)। আজ বিকাল ৪টার মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করতে পারবেন তারা।
এ নির্বাচনে মেয়র পদে সহস্রাধিক এবং কাউন্সিলর পদে প্রায় ১২ হাজার প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে ইসি। তবে সঠিক সংখ্যা এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেনি ইসি। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা চূড়ান্ত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী দেশের ২৩৪ টি পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সাড়ে তিন হাজার কেন্দ্রে ভোট নেওয়া হবে। এতে পুরুষ ভোটারের সংখ্যা ৩৫ লাখ ৮৬ হাজার ৩৫৬ এবং নারী ভোটার ৩৫ লাখ ৭৬ হাজার ৪০ জন।
সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৩৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৯৫২ জনকে সরাসরি ভোটে নির্বাচিত করবেন ভোটাররা। ভোটগ্রহণ পরিচালনায় থাকবেন ৬১ হাজার ১৪৩ জন কর্মকর্তা।
এইচএস/জেডএইচ/এমএস