ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় করোনায় মৃত্যু ১০ হাজার ছুঁই ছুঁই

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৬ আগস্ট ২০২১

দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪৮ জনের মৃত্যু হয়।

শুক্রবার (৬ আগস্ট) পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ১৫০ জনে। তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৮২২ জন (৬৬ দশমিক ৯২ শতাংশ) ও নারী সাত হাজার ৩২৮ জন (৩৩ দশমিক শূন্য ৮ শতাংশ)।

এ পর্যন্ত মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ নয় হাজার ৯৫৬ জনের মৃত্যু হয়। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে চার হাজার ২৪২ জন, খুলনায় দুই হাজার ৯৬৬ জন, রাজশাহীতে এক হাজার ৬৯৯ জন, রংপুরে এক হাজার ১১০ জন, সিলেটে ৮৪১ জন, বরিশালে ৭২৭ জন এবং ময়মনসিংহে ৬০৯ জন মারা গেছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪৮ জনের মধ্যে বিভাগীয় পরিসংখ্যান অনুসারে ঢাকায় ৬৯, চট্টগ্রামে ৭৫, রাজশাহীতে ১৬, খুলনায় ৩৬, বরিশালে ২০, সিলেটে ১৬, রংপুরে ৮ এবং ময়মনসিংহে আট জনের মৃত্যু হয়।

শুক্রবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এমইউ/এএএইচ/জেআইএম