করোনা পরীক্ষা-আক্রান্ত-মৃত্যু সবই বেড়েছে
সপ্তাহের ব্যবধানে দেশে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতা, সব সূচকই ঊর্ধ্বমুখী হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষা ১ লাখ ২১ হাজার ৮৭, শনাক্ত ৩৫ হাজার ২০৭, সুস্থ রোগী ২৪ হাজার ৪৯৭ এবং মৃত্যু বেড়েছে ২৬২ জন।
শতাংশের হিসাবে নমুনা পরীক্ষা, শনাক্ত, সুস্থতা ও মৃত্যু বেড়েছে যথাক্রমে ৫৯ দশমিক ৯১, ৫৭ দশমিক ৭৮, ৩৭ দশমিক ৮৯ এবং ১৯ দশমিক তিন শতাংশ।
চলতি বছরের ২৯তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহের (১৮-২৪ জুলাই) তুলনায় ৩০তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহের (২৫-৩১ জুলাই) পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ২৯তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে ২ লাখ ২ হাজার ১১৩টি নমুনা পরীক্ষা কর হয়। এ সময় ৬০ হাজার ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া ৬৫ হাজার ১৩৩ জন সুস্থ এবং ১ হাজার ৩৭৭ জনের মৃত্যু হয়।
অন্যদিকে ৩০তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে ৩ লাখ ২৩ হাজার ২০০টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ৯৬ হাজার ১৪০ জন শনাক্ত হয় এবং ৮৯ হাজার ৮৭৩ জন সুস্থ ও ১ হাজার ৬৩৯ জনের মৃত্যু হয়।
এদিকে মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৪৬৭ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮৬২ জন। এ সময়ে শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৮ শতাংশ।
এমইউ/এমএইচআর/এমএস