ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় আক্রান্ত নার্সদের ওষুধ দেবে বিকন ফার্মাসিউটিক্যালস

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:০০ এএম, ৩০ জুলাই ২০২১

দেশের সব সরকারি হাসপাতাল কর্মরত এবং নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানের নার্স ও মিডওয়াইফারিসহ তাদের পরিবারের সদস্যদের কেউ করোনায় আক্রান্ত হলে প্রয়োজনীয় সব ধরনের ওষুধ বিনামূল্যে দেবে বিকন ফার্মাসিউটিক্যালস।

বৃহস্পতিবার (২৯ জুলাই) নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক অতিরিক্ত সচিব সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের আওতাধীন বাংলাদেশের সব সরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের নার্স ও মিডওয়াইফারিদের বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধ (রেমডেসিভির, ফাভিপিরাভির ও বারিসিটিনিব) বিনামূল্যে দেয়া হবে। একইসঙ্গে তাদের পরিবারের সদস্যরেও বিনামূল্যে ওষুদ সরবরাহ করা হবে।

যারা এই সেবাগ্রহণের ইচ্ছুক তাদেরকে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের স্থানীয় এজেন্ট অথবা সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মার্কেটিংয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এমইউ/এসজে