ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে আবাসিক হোটেল থেকে তরুণের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪২ পিএম, ২৯ জুলাই ২০২১

রাজধানীর মতিঝিলের ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে রাকিব (২০) নামের এক কাপড়ের দোকানের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে ফকিরাপুলের কাঁচা বাজার সংলগ্ন হোটেল নিউ মিতালী আবাসিক হোটেলের ৪০৪ রুম থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘ওই হোটেলের লোকজনের মাধ্যমে জানতে পারি, রাকিব গত ২৬ জুলাই ওই হোটেলে ওঠেন। আজ হোটেলকক্ষে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কী কারণে সে আত্মহত্যা করেছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’

নিহতের চাচা নিজাম উদ্দিন বলেন, ‘রাকিব একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিল। সাত-আট দিন ধরে বাড়ি থেকে রাগ করে ঢাকায় চলে আসে। বাড়ির লোকজন থেকে ফোন দিলেও সে ফোন ধরে না। আজ খবর পাই সে আত্মহত্যা করেছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।’

তিনি আরও বলেন, ‘রাকিব পিরোজপুরের মঠবাড়িয়া থানার বড় হাজারি গ্রামের হিমু মিয়ার ছেলে।’

ইএ/জিকেএস