ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে পৌঁছাল সিনোফার্ম-মডার্নার ১ লাখ ৮৫ হাজার টিকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৮ জুলাই ২০২১

চট্টগ্রামে পঞ্চমবারের মতো করোনাভাইরাসের (কোভিড-১৯) আরও ১ লাখ ৮৫ হাজার ২০০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি মর্ডানার ১ লাখ ৬ হাজার ৮০০ ডোজ এবং চীনের তৈরি সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ ডোজ টিকা রয়েছে।

বুধবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে একটি ফ্রিজার ভ্যানে করে আসা এসব টিকা গ্রহণ করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি।

jagonews24

এরপর টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়। এ সময় জেলা ভ্যাকসিন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে গত ৩১ জানুয়ারি চট্টগ্রামে প্রথম দফায় অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ৪ লাখ ৫৬ হাজার ডোজ, দ্বিতীয় দফায় ৯ এপ্রিল আরও ৩ লাখ ৬ হাজার ডোজ, তৃতীয় দফায় ১৮ জুন সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ এবং চতুর্থ দফায় ১১ জুলাই সিনোফার্ম-মর্ডানা মিলিয়ে ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা আসে। ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে টিকা কার্যক্রম শুরু হয়।

মিজানুর রহমান/এমএসএম/এমআরএম/এএসএম