ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২৪ জুলাই ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশে বৃদ্ধি পেয়েছে।

এ সময় সরকারি ও বেসরকারি ৬৩৯টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৫৩৬টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ৮২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৪ লাখ ১৭ হাজার ৬৯৪টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত ৬ হাজার ৭৮০ জন। নমুনা পরীক্ষার হিসেবে রোগী শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত মোট ৭৪ লাখ ১৭ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা করে ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন রোগী শনাক্ত হয়।

সবশেষ শনিবার (২৪ জুলাই) পর্যন্ত মোট নমুনা পরীক্ষার হিসেবে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ।

এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১০৩ জন ও নারী ৯২ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৪৬ জনে।

এমইউ/জেডএইচ/এমকেএইচ