কোভিড হাসপাতালের কাজ দ্রুত শেষের নির্দেশ বিএসএমএমইউ উপাচার্যের
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে করোনা রোগীদের চিকিৎসার জন্য কোভিড ফিল্ড হাসপাতাল স্থাপনের লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ শনিবার (২৪ জুলাই) দুপুরে হাসপাতাল স্থাপনের কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তিনি কোভিড ফিল্ড হাসপাতাল স্থাপনের অগ্রগতির খোঁজ নেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সেখানে যেন দ্রুত রোগী ভর্তি করা যায় সে লক্ষ্যে জরুরি ভিত্তিতে কাজ সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন তিনি। এর আগে সকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান গবেষণা কার্যক্রম আরও বৃদ্ধি করার নির্দেশ দেন।
উপাচার্য কার্যালয়ে অবস অ্যান্ড গাইনি বিভাগের শিক্ষক ও চিকিৎসকদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।
এ সময় অবস অ্যান্ড গাইনি বিভাগের শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং উপাচার্য বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম ও মেনোপজ ক্লিনিকের চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি বর্তমান প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
উপাচার্য বলেন, চলতি বছরের অক্টোবরে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের গবেষণা দিবস ও মেলা উদযাপন করা হবে। রোগীদের জন্য উপকারী এমন গবেষণাকে যথাযথ মূল্যায়ন ও সংশ্লিষ্ট গবেষককে পুরস্কৃত করা হবে। অপর একটি সভায় যত দ্রুত সম্ভব কিডনী ট্রান্সপ্ল্যান্ট ও লিভার ট্রান্সপ্ল্যান্ট পুনরায় শুরু করার নির্দেশ দেন তিনি।
শনিবারের বিভিন্ন অনুষ্ঠানে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, অবসটেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. বেগম নাসরীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমইউ/এমএসএম/এমআরএম/এএসএম