ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জাপানের উপহারের ২ লাখ ২০ হাজার টিকা আসছে কাল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২৩ জুলাই ২০২১

জাপান থেকে কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে পাওয়া ২ লাখ ২০ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা আগামীকাল দেশে আসছে।

শনিবার (২৪ জুলাই) বিকেল তিনটা ২০ মিনিটে এই ভ্যাকসিনের চালান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।

শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

জানা গেছে, জাপান বাংলাদেশকে কয়েক ধাপে ২৯ লাখ আ্যস্ট্রাজেনেকার টিকা দেবে। এই টিকার প্রথম চালান দেশে আসছে শনিবার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা গ্রহণ করবেন। এ সময় ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি টিকা হস্তান্তর করবেন।

প্রসঙ্গত, করোনা টিকা সরবরাহের বৈশ্বিক জোট কভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটির (কোভ্যাক্স) মাধ্যমে টিকা পাচ্ছে বাংলাদেশ। কোভ্যাক্স থেকে আগে বাংলাদেশের মোট জনসংখ্যার ২০ শতাংশকে টিকা দেয়ার কথা বলা হয়েছিল। সে হিসেবে বাংলাদেশের ছয় কোটি ৮০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা। মূলত, কোভ্যাক্সে দুইভাবে টিকা সংগ্রহ করা হয়। বিশ্বের বিভিন্ন ধনী দেশ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কোভ্যাক্সকে টিকা কিনে দেয় অথবা টিকা কেনার টাকা পরিশোধ করে।

এমইউ/এমআরআর/জেআইএম