করোনায় আক্রান্ত দুদকের আলোচিত কর্মকর্তা শরীফ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের আলোচিত কর্মকর্তা মো. শরীফ উদ্দিন। তিনি দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন।
বুধবার (২১ জুলাই) আক্রান্তের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন শরীফ উদ্দিন নিজেই।
তিনি বলেন, গত ১৯ জুলাই করোনা টেস্টের জন্য আমি নমুনা দিয়েছিলাম। ওইদিনই টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে আমি নিজ বাসায় আইসোলেশনে আছি। দ্রুত সুস্থতার জন্য আমি সবার কাছে দোয়া চাই।
মো. শরীফ উদ্দিন একের পর এক দুর্নীতিবাজ প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতার করে আলোচনায় আসেন। তার তদন্তে ধরা পড়ে প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী এবং প্রভাবশালী রাজনীতিবিদ ও দালাল।
মিজানুর রহমান/এএএইচ/জেআইএম