ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মেধাবী খেলোয়াড়দের পুলিশে নিয়োগ দেয়া হবে : আইজিপি

প্রকাশিত: ০২:১৫ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

মেধাবী খেলোয়াড়দের পুলিশে নিয়োগের ক্ষেত্রে বিধি মোতাবেক সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার উত্তরায় এপিবিএন মাঠে বাংলাদেশ পুলিশ টি-২০ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০১৫ এর চূড়ান্ত প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টুর্নামেন্টে এপিবিএন ক্রিকেট দল চট্টগ্রাম রেঞ্জ ক্রিকেট দলকে ছয় উইকেটে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
 
এসময় পুলিশে খেলোয়াড় হিসেবে ভর্তিচ্ছুদেরকে পুলিশ সদর দফতরে আবেদনের আহ্বান জানান আইজিপি। বক্তব্য শেষে তিনি চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মাঝে ট্রফি প্রদান করেন।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আইজিপির স্ত্রী শামসুন্নাহার রহমান, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, পুলিশ স্টাফ কলেজের রেক্টর ফাতেমা বেগম, এপিবিএনের অতিরিক্ত আইজিপি মো. সিদ্দিকুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট উপ-কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ বালা।
 
এআর/এসএইচএস/আরআইপি