ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ

প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

৭৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স ও ৪৪তম বিএমএ স্পেশাল কোর্সের জেন্টেলম্যান ও জেন্টেলউইম্যান ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ বৃহস্পতিবার চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি বিজয়ী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
 
এ কুচকাওয়াজের মাধ্যমে মোট ১৯২ জন বাংলাদেশি, ১ জন শ্রীলংকান ও ১ জন নেপালি ক্যাডেটসহ সর্বমোট ১৯৪ জন ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্তদের মধ্যে ৭৩তম দীর্ঘ মেয়াদী কোর্সে ১৭৯ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ৪৪ তম বিএমএ স্পেশাল কোর্সে ৫ জন পুরুষ ক্যাডেট রয়েছেন।

ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মো. আহসান উল্লাহ ৭৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সে সেরা চৌকষ ক্যাডেট হিসেবে ‘সোর্ড অব অনার ’ লাভ করেন।

অন্যদিকে, সামরিক বিষয়ে অনন্য কৃতিত্বের জন্য কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার মো. রুহানী রাব্বী হামজা ‘সেনাবাহিনী প্রধানের স্বর্ণপদক লাভ করেন’।

এরপর ক্যাডেটরা আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে প্রধনমন্ত্রী এবং ক্যাডেটদের বাবা-মা ও অভিভাবকরা নবীন অফিসারদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এর আগে প্রধানমন্ত্রী বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক; বিএমএ কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার এবং ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মো. সফিকুর রহমান তাকে অভ্যর্থনা জানান।

মন্ত্রীপরিষদ সদস্যবর্গ, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, ঢাকাস্থ বৈদেশিক মিশনের কূটনীতিকগণ, নৌ ও বিমানবাহিনী প্রধানগণ, সংসদ সদস্যরা, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের বাবা-মা ও অভিভাবকগণ এ বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।

এসএ/একে/আরআইপি