৭৩ লাখ ছাড়িয়েছে করোনার নমুনা পরীক্ষা
দেশে করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা ৭৩ লাখ ছাড়িয়েছে। গত বছর অর্থাৎ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে নমুনা পরীক্ষা শুরু হয়। এরপর ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
শুরুর দিকে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একমাত্র আরটি পিসিআর ল্যাবে সীমিত সংখ্যায় নমুনা পরীক্ষা হতো। পরবর্তীতে রাজধানীসহ সারা দেশে ল্যাবরেটরি বাড়ানো হয়। বর্তমানে সারা দেশে সরকারি-বেসরকারি মোট ৬৩৮টি ল্যাবরেটরিতে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।
এর মধ্যে সোমবার (১৯ জুলাই) পর্যন্ত সারাদেশে করোনা শনাক্তে সর্বমোট ৭৩ লাখ ৩৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। সরকারি ল্যাবরেটরিতে ৫৩ লাখ ৬০ হাজার ৩১২ জনের নমুনায় পরীক্ষা করা হয়। আর বেসরকারি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হয় ১৯ লাখ ৪০ হাজার ৮৭ জনের। নমুনা পরীক্ষায় মোট করোনা রোগী শনাক্ত হন ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন।
এমইউ/জেডএইচ/এএসএম