ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে একদিনে শনাক্ত ৭৬৫, ছয়জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৫:৫০ এএম, ১৯ জুলাই ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৪১ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৬৫ জন। জেলায় এখন মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৬৭ জনে।

রোববার (১৮ জুলাই) রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, রোববার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৪৩৮ জনের নমুনা পরীক্ষায় ৭৬৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫৬৮ ও উপজেলার ১৯৭ জন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৭৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৭ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৭৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৯ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩২ জনের, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৯ জন এবং অ্যান্টিজেন টেস্টে ২৬৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

মিজানুর রহমান/এএএইচ