বন্ধ গার্মেন্টস চালুর দাবিতে প্রতীকী অনশন
ইউনিয়ন করার কারণে বন্ধ করা সকল গার্মেন্টস অবিলম্বে চালু করার দাবিতে প্রতীকী অনশন করেছেন গার্মেন্টস শ্রমিকরা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতীকী অনশনের আয়োজন করা হয়।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, কোনো কারণ ছাড়াই ৩৬টি ইউনিয়ন করা কারখানার মধ্যে ২৫টি ইউনিয়নের কর্মকর্তা ও সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ সত্ত্বেও চাকরিচ্যুত ইউনিয়ন কর্মকর্তা ও সদস্যদের চাকরিতে পুনর্বহাল করা হয়নি। মোট চাকরিচ্যুত ইউনিয়নের সদস্য ও কর্মকর্তার সংখ্যা ২ হাজার ৩ শত ৩০ জন।
অনশনকালে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো:
চাকরি হারানো সকল শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করা, ইউনিয়ন করার অপরাধে চাকরিচ্যুত সকল ইউনিয়ন কর্মকর্তাকে স্ব স্ব কারখানায় পুনর্বহাল করা, আইএলও কনভেনশন ৮৭ এবং ৯৮ অনুসারে গার্মেন্টস সেক্টরে ট্রেড ইউনিয়ন গঠন এবং চর্চার সকল আইনি বাধা দূর করা এবং ইপিজেডসহ সকল শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে।
এই প্রতীকী অনশনে যৌথভাবে আয়োজন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশন ও বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সংগঠনগুলো।
এএস/একে/আরআইপি