৪০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিল বিসিএস নবম ব্যাচ ফোরাম
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বিসিএস নবম ব্যাচ ফোরাম।
শুক্রবার (১৬ জুলাই) ঢাকার ভাটারা এলাকায় বিসিএস নবম ব্যাচ ফোরামের কল্যাণ ফান্ডের আর্থিক সহায়তায় চাল, ডাল, তেল, চিনি, আলু, লবণ, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিতরণ করা এসব সামগ্রীতে চার সদস্যবিশিষ্ট একটি পরিবারের এক সপ্তাহ চলবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার তত্ত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারীসহ ফোরামের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তারা তাদের বক্তৃতায় সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও ফোরামের নেতৃবৃন্দ কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানবিক বা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছর ছাড়াও এ বছর ২৪ এপ্রিল ঢাকার ধোলাইপাড় এলাকায় বিসিএস নবম ব্যাচ ফোরামের উদ্যোগে একইভাবে কর্মহীন মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে চারশত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, আলু, লবণ, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছিল।
আরএমএম/এআরএ/জেআইএম