ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা : ২৪ ঘণ্টায় মৃত্যুতে শীর্ষে ঢাকা, শনাক্তে সিলেট

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ১৫ জুলাই ২০২১

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের আট বিভাগে গত ২৪ ঘণ্টায় ২২৬ জনের মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত একদিনে মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ। মৃত ২২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৪ জন মারা গেছেন।

এছাড়া খুলনা বিভাগে ৫২ জন, চট্টগ্রাম বিভাগে ৪২ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে পাঁচজন, রংপুর বিভাগে ১৩ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন মারা যান।

এদিকে ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৬২৭টি ল্যাবরেটরিতে ৪৬ হাজার ৬০৪টি নমুনা সংগ্রহ ও ৪৪ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭১ লাখ ৪৪ হাজার ৭২০টি। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট নমুনা পরীক্ষার অনুপাতে বিভাগওয়ারী রোগী শনাক্তে শীর্ষে সিলেট বিভাগ। এ বিভাগে শনাক্তের হার ৪৩ দশমিক ৪৯ শতাংশ। সিলেটে এক হাজার ২৩৭টি নমুনা পরীক্ষায় ৫৩৮ জন রোগী শনাক্ত হয়।

অন্যান্য বিভাগের মধ্যে ঢাকা বিভাগে ২১ হাজার ৭৪টি নমুনা পরীক্ষায় পাঁচ হাজার ২৩৪ জন (শনাক্তের হার ২৪ দশমিক ৮৩ শতাংশ), ময়মনসিংহ বিভাগে এক হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষায় ৪৯৮ জন (শনাক্তের হার ২৮ দশমিক ৩৫), চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ১২টি নমুনা পরীক্ষায় দুই হাজার ৪৭ জন (শনাক্তের হার ৩৪ দশমিক শূন্য ৪ শতাংশ)।

এছাড়া রাজশাহী বিভাগে ছয় হাজার ১০৮টি নমুনা পরীক্ষায় এক হাজার ২৬৯ জন (শনাক্তের হার ২০ দশমিক ৭৭ শতাংশ) রংপুর বিভাগে এক হাজার ৯৬৩টি নমুনা পরীক্ষায় ৫১১ জন (শনাক্তের হার ২৬ দশমিক শূন্য ৩ শতাংশ), খুলনা বিভাগে ৫ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষায় শনাক্ত এক হাজার ৬৩৯ জন (শনাক্তের হার ২৯ দশমিক ৮৪ শতাংশ), বরিশাল বিভাগে এক হাজার ২৯৯টি নমুনা পরীক্ষায় ৫০০ জন (শনাক্তের হার ৩৮ দশমিক ৪৯ শতাংশ)।

এমইউ/এএএইচ/জিকেএস