টিকার জন্য নিবন্ধন করেছেন প্রায় এক কোটি মানুষ
করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার জন্য নিবন্ধন করেছেন দেশের প্রায় এক কোটি মানুষ। বুধবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মোট ৯৯ লাখ ৬৮ হাজার ২৫৭ জন মানুষ টিকা নেয়ার জন্য আবেদন করেন। এর আগের দুদিন (মঙ্গল ও সোমবার) এ সংখ্যা ছিল যথাক্রমে ৯৬ লাখ ৫৮ হাজার ২৯১ এবং ৯৩ লাখ ৪৩ হাজার ৩৮৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা এ সংক্রান্ত দৈনিক তথ্যসূত্রে এ পরিসংখ্যান জানা গেছে।
বুধবার সারাদেশে কোভিশিল্ড দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২১২ জন। একইদিন ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৬ হাজার ২৬৭ জন। এ নিয়ে দেশে ফাইজারের টিকা (প্রথম ডোজ) নিয়েছেন ৪২ হাজার ৮৩৩ জন।
একইদিন মডার্নার ঠিকা নিয়েছেন ৩৯ হাজার ৩২৫ জন। এ পর্যন্ত দেশে মোট ৬৬ হাজার ৪০৫ জনকে মডার্নার টিকা দেয়া হয়েছে।
এমইউ/এসএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আজম-পলক পরিবারের ১৩৬ ব্যাংক হিসাব, হাজার কোটির অস্বাভাবিক লেনদেন
- ২ প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- ৩ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা কমেছে ৮ শতাংশ মানুষের
- ৪ দেড় শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সার্ভিস বোট, পরে উদ্ধার
- ৫ শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ